২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্র উদ্বোধন

-

রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত শনিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ১৮ হাজার বর্গফুট আয়তনের নতুন ভিসা সেন্টারটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, বিশ্বে এটি ভারতের বৃহত্তম ভিসা সেন্টার। সম্ভবত সারা বিশ্বে যেকোনো দেশের এটিই সর্ববৃহৎ ভিসা সেন্টার। এই কেন্দ্র উদ্বোধনের সাথে সাথে ১৫ জুলাই থেকে বিদ্যমান ই-টোকেন ব্যবস্থাও প্রত্যাহার করা হচ্ছে।
এ দিকে ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, যমুনা ফিউচার পার্কে এই নতুন ভিসা আবেদন কেন্দ্র ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র (মতিঝিল, উত্তরা, গুলশান ও মিরপুর রোড) প্রতিস্থাপিত হবে। মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র ১৫ জুলাই থেকে যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্র প্রতিস্থাপিত হবে। বাকি দু’টি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান ও মিরপুর রোড) ৩১ আগস্টের মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে। এরপর থেকে ঢাকায় এটিই হবে পূর্বনির্ধারিত সাক্ষাৎকারসূচি ছাড়াই সব শ্রেণীর ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র। ভারতীয় হাইকমিশন বলছে, যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদন সেবা সমন্বয় এবং সুযোগ-সুবিধা ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরো সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন।


আরো সংবাদ



premium cement